ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলামে প্রায় ১২ কোটি ৩৭ লাখ বাংলাদেশি টাকায় বিক্রি হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মুক্তাফিজুর রহমান। এটি এখন পর্যন্ত বাংলাদেশি কোনো খেলোয়াড় হিসেবে পর্যন্ত সর্বোচ্চ মূল্য।
আলাপ ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পিএমআপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
মোস্তাফিজ রেকর্ড গড়লেও ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের পেসার তাসকিন আহমেদকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলামে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে ‘কাটার মাস্টার’কে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি খেলোয়াড় হিসেবে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। এর আগে ২০১৮ সালে ২ কোটি ২০ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ।
এবারের নিলামে বাংলাদেশ থেকে মোট ৭ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। মোস্তাফিজ রেকর্ড গড়লেও ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের পেসার তাসকিন আহমেদকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
নিলামের তালিকায় থাকা অন্য বাংলাদেশি ক্রিকেটাররা হলেন রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
এনডিটিভি জানিয়েছে, এবারের আইপিএল নিলামে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও। ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকেও দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এর মাধ্যমেই সতীর্থ মিচেল স্টার্ককে পেছনে ফেলে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার এখন তিনিই।
শ্রীলঙ্কান পেসার মাতিশা পাতিরানাকে ১৮ কোটি রুপিতে কেনে নাইট রাইডার্স। নিলামে বড় চমক দেখিয়েছেন জাতীয় দলে অভিষেক না হওয়া ভারতীয় ক্রিকেটাররা।
মাত্র দুইটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা উত্তর প্রদেশের স্পিনিং অলরাউন্ডার প্রশান্ত বীরকে ১৪ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। ১৯ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটসম্যান কার্তিককেও ১৪ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে তারা।
৩০ লাখ ভিত্তি মূল্যের পেসার আকিব নবী বিক্রি হয়েছেন ৮ কোটি ৪০ লাখ রুপিতে। তাকে কিনেছে দিল্লি ক্যাপিটালস।
রেকর্ড ভেঙে ১২ কোটি ৩৭ লাখে কলকাতায় মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলামে প্রায় ১২ কোটি ৩৭ লাখ বাংলাদেশি টাকায় বিক্রি হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মুক্তাফিজুর রহমান। এটি এখন পর্যন্ত বাংলাদেশি কোনো খেলোয়াড় হিসেবে পর্যন্ত সর্বোচ্চ মূল্য।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলামে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে ‘কাটার মাস্টার’কে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি খেলোয়াড় হিসেবে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। এর আগে ২০১৮ সালে ২ কোটি ২০ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ।
এবারের নিলামে বাংলাদেশ থেকে মোট ৭ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। মোস্তাফিজ রেকর্ড গড়লেও ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের পেসার তাসকিন আহমেদকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
নিলামের তালিকায় থাকা অন্য বাংলাদেশি ক্রিকেটাররা হলেন রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
এনডিটিভি জানিয়েছে, এবারের আইপিএল নিলামে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও। ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকেও দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এর মাধ্যমেই সতীর্থ মিচেল স্টার্ককে পেছনে ফেলে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার এখন তিনিই।
শ্রীলঙ্কান পেসার মাতিশা পাতিরানাকে ১৮ কোটি রুপিতে কেনে নাইট রাইডার্স। নিলামে বড় চমক দেখিয়েছেন জাতীয় দলে অভিষেক না হওয়া ভারতীয় ক্রিকেটাররা।
মাত্র দুইটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা উত্তর প্রদেশের স্পিনিং অলরাউন্ডার প্রশান্ত বীরকে ১৪ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। ১৯ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটসম্যান কার্তিককেও ১৪ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে তারা।
৩০ লাখ ভিত্তি মূল্যের পেসার আকিব নবী বিক্রি হয়েছেন ৮ কোটি ৪০ লাখ রুপিতে। তাকে কিনেছে দিল্লি ক্যাপিটালস।