সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি মারা গেছেন। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯:৪৫ এ তার মৃত্যু হয়।
১২ই ডিসেম্বর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে গুলি করা হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী মাথায় লক্ষ্য করে গুলি চালায়।
তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। যখন গুলিবিদ্ধ হন তখন তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
মাথায় গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে সেদিনই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালে এক পর্যায়ে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান।
হাদির মৃত্যুর ঘটনা জানিয়ে তার অফিসিয়াল ফেইসবুকে এবং ইনকিলাব মঞ্চের পেজে পোস্ট দেয়া হয়েছে।
সেখানে লেখা হয়েছে, "ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন"।
আরও পড়ুন তফসিলের পরদিনই হাদিকে হত্যাচেষ্টার উদ্দেশ্য কী
বৃহস্পতিবার থেকেই হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছিল।
ফেসবুকে ইনকিলাব মঞ্চ লিখেছে, “খুনীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।”
ওসমান হাদির উপর হামলকারীরা যদি ভারতে পালিয়ে যায় তাহলে ভারত সরকারের সাথে আলোচনা করে তাদের ফিরিয়ে আনার দাবিও জানিয়েছে ইনকিলাব মঞ্চ।



