রুমির মৃত্যুর তদন্তের দিকে নজর রাখবে এনসিপি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

নিজ দলের নেত্রীর মৃত্যুর তদন্তের দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নজর রাখবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

বৃহস্পতিবার ঢাকার জিগাতলায় একটি ছাত্রী হোস্টেল থেকে এনসিপি'র যুগ্ম-আহ্বায়ক জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

“রুমির মরদেহ আমাদের হতাশ করছে না, আমরা বরঞ্চ নিজেদের শক্তিতে আরও বলিয়ান হয়ে উঠছি। রুমি আমাদের হিরো। হাদি যেমন আমাদের হিরো, রুমিও আমাদের হিরো," ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণমাধ্যমকে একথা বলেন সামান্তা।

তার দল ও জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধারা এই মৃত্যুকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।

রুমি সাইবার বুলিংয়ের শিকার হওয়ার ব্যাপারে তিনি জানতেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রুমির যে অবস্থা চলছিল, অনলাইনে-অফলাইনে; এই অবস্থা সম্পর্কে আমরা পার্টিগতভাবে আগেই জানতাম।”

এক মাস আগেই থানায় জিডি করেছিলেন রুমি, জানিয়ে সামান্তা বলেন তখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ফোন নাম্বারসহ হুমকিদাতাদের তালিকা দেওয়া হয়েছিল।

“আমরা আমাদের পক্ষ থেকে তদন্ত করে যে তথ্য উপাত্ত তাদের কাছে দায়ের করেছি, প্রমাণ যেগুলো হাজির করেছি, সেই মোতাবেক আমরা কোনও ব্যবস্থা নিতে দেখছি না,” তিনি বলেন।

জুলাই যোদ্ধাদের উপর এখনও হুমকি আছে উল্লেখ করে সামান্তা বলেন, “এখানে দিল্লি, পিন্ডি ও নিউ ইয়র্কের আধিপত্যবিরোধী যত সংগ্রামী যোদ্ধা আছে, তাদের প্রতি, তাদের জীবনের প্রতি হুমকি আছে।”

আসন্ন নির্বাচনের পরিবেশ নিয়েও তাদের শঙ্কা আছে জানিয়ে, এনসিপি'র এই কেন্দ্রীয় নেতা বলেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সনদের প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিৎ। সম্ভবত আমরা সেখান থেকে মনোযোগ সরিয়ে ফেলছি।”

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির সুস্থতাও কামনা করেন সামান্তা শারমিন।