তিন হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর দাবি ট্রাম্পের
আলাপ ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএমআপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প
অশান্ত মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে তিন হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো শান্তি প্রতিষ্ঠা করছেন তিনি। একইসঙ্গে গাজায় যুদ্ধ বন্ধ এবং সব বন্দিদের মুক্তিও নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজ থেকে দেওয়া এক ভাষণে এসব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
এ সময় দ্বিতীয় মেয়াদে তার সরকারের কৃতিত্ব এবং তার পূর্বসূরি জো বাইডেনের কড়া সমালোচনা করেন ট্রাম্প।
“এগারো মাস আগে আমি বিশৃঙ্খল এক অবস্থা পেয়েছিলাম এবং সেগুলো এখন ঠিক করছি,” দাবি করে তিনি বলেন তার দায়িত্ব নেওয়ার পর আমেরিকায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
বাইডেনের আমলে ‘রেকর্ড লেভেল’-এর অপরাধ ছিল বলেও ভাষণে বলেন ট্রাম্প।
পাশাপাশি ডেমোক্রেট আমলে বাণিজ্য চুক্তি, সীমান্ত নিরাপত্তা, অভিবাসন নীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও সমালোচনা করেন ট্রাম্প।
“দায়িত্ব নেওয়ার অল্প কয়েক মাসের মধ্যেই আমরা সবচেয়ে খারাপ অবস্থা থেকে সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছেছি,” তিনি বলেন।
ট্রাম্পের দাবি, ‘আটটি যুদ্ধ বন্ধ’ করেছেন তিনি।
এ ছাড়া ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস, গাজায় যুদ্ধ বন্ধ ও বন্দী মুক্তি নিশ্চিত করা এবং তিন হাজার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করছেন বলেও দাবি করেন আমেরিকান প্রেসিডেন্ট।
তিন হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর দাবি ট্রাম্পের
অশান্ত মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে তিন হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো শান্তি প্রতিষ্ঠা করছেন তিনি। একইসঙ্গে গাজায় যুদ্ধ বন্ধ এবং সব বন্দিদের মুক্তিও নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজ থেকে দেওয়া এক ভাষণে এসব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
এ সময় দ্বিতীয় মেয়াদে তার সরকারের কৃতিত্ব এবং তার পূর্বসূরি জো বাইডেনের কড়া সমালোচনা করেন ট্রাম্প।
“এগারো মাস আগে আমি বিশৃঙ্খল এক অবস্থা পেয়েছিলাম এবং সেগুলো এখন ঠিক করছি,” দাবি করে তিনি বলেন তার দায়িত্ব নেওয়ার পর আমেরিকায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
বাইডেনের আমলে ‘রেকর্ড লেভেল’-এর অপরাধ ছিল বলেও ভাষণে বলেন ট্রাম্প।
পাশাপাশি ডেমোক্রেট আমলে বাণিজ্য চুক্তি, সীমান্ত নিরাপত্তা, অভিবাসন নীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও সমালোচনা করেন ট্রাম্প।
“দায়িত্ব নেওয়ার অল্প কয়েক মাসের মধ্যেই আমরা সবচেয়ে খারাপ অবস্থা থেকে সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছেছি,” তিনি বলেন।
ট্রাম্পের দাবি, ‘আটটি যুদ্ধ বন্ধ’ করেছেন তিনি।
এ ছাড়া ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস, গাজায় যুদ্ধ বন্ধ ও বন্দী মুক্তি নিশ্চিত করা এবং তিন হাজার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করছেন বলেও দাবি করেন আমেরিকান প্রেসিডেন্ট।