হাইকোর্টের দেওয়া জামিন রায়ে বিচারিক বিবেচনা কতটা ছিল তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে বলে মন্তব্য করে জামিন বাণিজ্য থামাতে বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার রাতে তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, “জামিন দেয়ার ন্যয্যতা নিয়ে বিভিন্ন মহলে আবারো আলোচনা-বিতর্ক উঠছে।”
তিনি লিখেছেন, "জামিন বাণিজ্যে যারা লিপ্ত আছেন, তাদেরকে বলছি এবার থামুন। আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত দিবেন না। এক গণহত্যাকারী পাশের দেশে বসে আমাদের জুলাই বীরদের হত্যা করার হুমকি দিচ্ছে। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে সেই গণহত্যাকারীর অনুসারীদের এই সুযোগ করে দিবেন না। না হলে, পরকালেও এর দায় আপনাদের নিতে হবে।"
ঢাকা-৮ আসনের সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে হাইকোর্ট থেকে গত বছর জামিন দেওয়া প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
অস্ত্র মামলায় ফয়সাল করিম মাসুদের জামিন দেয়ার পক্ষে প্রভাবশালী আইনজীবীরা তাদের রাজনৈতিক প্রভাব রেখেছেন বলেও অভিযোগ করেন তিনি।
ফয়সাল করিম মাসুদের জামিন হওয়ার সাথে আইন মন্ত্রণালয়ের কোন সম্পর্ক ছিল না জানিয়ে তিনি লিখেছেন, "প্রথমেই বলে রাখি, হাইকোর্ট বিচারিক কাজে স্বাধীন একটি প্রতিষ্ঠান। হাইকোর্টের উপর আইন মন্ত্রণালয়ের কোন নিয়ন্ত্রণ পৃথিবীর কোন দেশে থাকে না, বাংলাদেশেও নেই। কাজেই সেখানে ফয়সাল করিম মাসুদের জামিন হওয়ার সাথে আইন মন্ত্রণালয়ের কোন সম্পর্ক ছিল না।"
আইন উপদেষ্টা তার পোস্টে আরও বলেন, হাইকোর্টের বেঞ্চে ৪ ঘণ্টায় ৮০০ মামলায় জামিন কীভাবে হয়েছিল, তা নিয়ে তিনি কয়েক মাস আগে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন। একইসাথে তিনি উচ্চ আদালতে অস্বাভাবিক জামিন নিয়ে প্রধান বিচারপতির কাছে তার উদ্বেগ জানিয়েছিলেন।
আইনে জামিন পাওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা তার লেখেন, "গুরুতর অপরাধের সঙ্গে যে অপরাধীর সংযোগ অত্যন্ত স্পষ্ট, যে অপরাধী চিহ্নিত সন্ত্রাসী এবং যে ব্যক্তি জামিন পেলে পুনরায় অপরাধ করতে পারে বা অন্যকারো জীবন বিপন্ন করতে পারে, তাকে জামিন দেয়া অস্বাভাবিক ও অসংগত।"
গত ১৬ মাসে নিম্ন আদালতে দেয়া জামিনের কাগজপত্র পরীক্ষা করে অভিযোগপত্রে আসামির অপরাধে জড়িত থাকার তথ্য বা দলীয় পরিচয় পর্যন্ত উল্লেখ না করে যেনতেনভাবে জামিন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে কিছু ক্ষেত্রে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।



