বুধবার দুপুর ২টার পর বন্ধ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

নিরাপত্তা শঙ্কায় বুধবার দুপুর ২টা থেকে বন্ধ থাকবে ঢাকার যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক।

আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর ২টার পর আর কোনও কার্যক্রম চলবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব আবেদনকারীর আজকের (বুধবার) স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরে নতুন তারিখ ও সময় ঠিক করে দেওয়া হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির ডাক দিয়েছে ‘জুলাই ঐক্য’।

বুধবার বিকাল ৩টায় ঢাকার রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হবে বলে মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছ ‘জুলাই ঐক্য’।