এনভয় টেক্সটাইলসের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। ৬ই ডিসেম্বর শনিবার সকালে গুলশান শুটিং ক্লাবে কোম্পানিটির ৩০তম সাধারণ বার্ষিক সভায় এই অনুমোদন দেওয়া হয়।  

কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ। সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব এম সাইফুল ইসলাম চৌধুরী। এই সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী, নিরীক্ষক ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন বিবেচনা ও অনুমোদন করা হয়। 

সভায় বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে এনভয় টেক্সটাইলস লিমিটেড গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি লাভ করেছে এবং এ বছরে নিট মুনাফা প্রায় ১৪১ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা কোম্পানির এ যাবতকালের সর্বোচ্চ। 

সভায় কোম্পানির অন্য পরিচালকদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরীক্ষকেরা উপস্থিত ছিলেন। আর্থিক বিবরণী ও প্রতিবেদন বিবেচনার পাশাপাশি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গত অর্থবছরের জন্য ঘোষিত ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। 

ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ জানান, চলতি বছরে কোম্পানির প্রতি শেয়ারে আয়, নিট সম্পদ মূল্য ও নগদ অর্থপ্রবাহ, গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির রাজস্ব, তার আগের বছর থেকে ৩০ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, বেড়েছে ডেনিম ফেব্রিক বিক্রির হারও। 

তিনি বলেন, “২০২৪-২৫ অর্থবছরে আমরা সামগ্রিক ব্যবসায়িক দক্ষতা অর্জনে সক্ষম হয়েছি। রাজস্ব বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ কৌশল, এবং মুনাফা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সক্ষমতা একটি সফল ব্যবসায়িক মডেলকে প্রকাশ করে। আমাদের গৃহীত পদক্ষেপগুলো আগামীতে শেয়ারহোল্ডারদের আয় বাড়াবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্যও কিছু প্রস্তাবনা অনুমোদিত হয়।  পরিচালনা পর্ষদের সুপারিশে সুমাইয়া আহমেদ, সুনীল দৌলাত্রাম দারিয়ানানী ও মো. মঈন উদ্দিনকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। পাশাপাশি স্বতন্ত্র পরিচালক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক তানজিনা হকের নিয়োগ নিশ্চিত করা হয়েছে।