উদীচী’র কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ

শুক্রবার সন্ধ্যায় ঢাকার তোপখানা রোডের একটি ভবনে থাকা উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংগঠনটির নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার থেকে ছাত্রশিবিরের নেতৃত্ব এবং একাধিক প্রবাসী ভ্লগার উদীচীর কার্যালয়ে অগ্নিসংযোগের প্ররোচনা দিয়ে আসছিল এবং শুক্রবার সেটাই বাস্তবে পরিণত হল। 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

বাংলাদেশে উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে একদল বিক্ষোভকারী।

সংগঠনটির নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার থেকে ছাত্রশিবিরের নেতৃত্ব এবং একাধিক প্রবাসী ভ্লগার উদীচীর কার্যালয়ে অগ্নিসংযোগের প্ররোচনা দিয়ে আসছিল এবং শুক্রবার সেটাই বাস্তবে পরিণত হল।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার তোপখানা রোডের একটি ভবনে থাকা উদীচী কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দমকলের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছে দমকল বাহিনীর মিডিয়া উইং।

উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামশেদ তপন আলাপকে বলেন, “সব শেষ হয়ে গেছে। সব পুড়ে গেছে”।

তবে অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে কেউ ছিল না বলে নিশ্চিত করেন জামশেদ তপন।

কারা এ ঘটনার সাথে জড়িত এই প্রশ্নে জামশেদ তপন বলেন, “কারা আবার? যারা উসকানী দিচ্ছে তারা”। “গতকাল থেকেই তো উসকানী দেয়া হচ্ছে - ছাত্রশিবির থেকে দেয়া হচ্ছে, পিনাকী দিচ্ছে, ইলিয়াস দিচ্ছে…”।

এর আগে বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডিতে ছায়নট ভবনেও ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই প্রতিষ্ঠানটি রবীন্দ্র সঙ্গীত চর্চার ও প্রশিক্ষণের জন্য বিখ্যাত।

এই ঘটনার পর ছায়ানটের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

সন্ত্রাসী হামলার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থা মারা যাওয়ার পর থেকেই ঢাকাসহ সারা বাংলাদেশে টানা বিক্ষোভ ও সহিংসতা চলছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা বাংলাদেশের শীর্ষ দুটি দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। 
এই ঘটনার পর শুক্রবার পত্রিকাদুটির প্রকাশনা বন্ধ থাকে।