লালনের গানের খাতা কেন নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? এরপর কী হয়?

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

বাংলার মাটিতে একদিকে বাউল সম্রাট লালন, অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

একজনের আখড়া কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়, আরেকজনের কাছারিবাড়ি শিলাইদহে।

দূরত্ব খুব বেশি না।

কিন্তু দুই মহাপুরুষের পথ কি কখনও এক হয়েছিল?

দেখা হয়েছিল কখনো?

যাই হোক না কেন, দুই সাধকের চিন্তার মিলনে তৈরি হয়েছিল এক অদ্ভুত সেতুবন্ধন।

একইসঙ্গে লালন ও রবীন্দ্রনাথের মধ্যে লুকিয়ে থাকা ইতিহাস, বিতর্ক ও অনুপ্রেরণার রহস্য কেবল শুধু ইতিহাস নয়, বাংলার আত্মার গল্প।