বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প
আলাপ ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএমআপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন বা এক হাজার কোটি ডলারের দুটি মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মানহানি এবং বাণিজ্য আইন লঙ্ঘনের অভিযোগে ক্ষতিপূরণের অভিযোগ এনে তিনি এই মামলা দুটি দায়ের করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ফ্লোরিডার এক আদালতে করা দুটি অভিযোগের প্রতিটির জন্য ৫ বিলিয়ন করে মোট ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। ট্রাম্পের আইনি দল অভিযোগ করেছে যে বিবিসি তাদের প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের ২০২১ সালের ৬ই জানুয়ারির ভাষণের অংশ "ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষপূর্ণভাবে এবং প্রতারণামূলকভাবে বিকৃত" করেছে।
তাদের অভিযোগ, বিবিসি তাদের তথ্যচিত্রে ভাষণের দুটি ভিন্ন অংশকে এমনভাবে যুক্ত করে দেখায় যেন ট্রাম্প ক্যাপিটল হিলে হামলার আগে তার সমর্থকদের সহিংস পদক্ষেপের জন্য সরাসরি আহ্বান জানাচ্ছেন।
বিষয়টি নিয়ে বিবিসি স্বীকার করেছে যে সম্পাদনার কারণে ট্রাম্প সহিংসতার জন্য সরাসরি আহ্বান জানিয়েছেন এমন "ভুল ধারণা" তৈরি হতে পারে এবং সেজন্য তারা ট্রাম্পের কাছে ক্ষমাও চেয়েছে। একইসঙ্গে ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করে বিবিসি বলেছে যে, ট্রাম্পের মানহানির দাবির কোনো ভিত্তি নেই।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৬ই জানুয়ারি ২০২১, ইউএস ক্যাপিটল দাঙ্গার আগে দেওয়া ট্রাম্পের আসল ভাষণটির প্রথম অংশ ছিল- "আমরা ক্যাপিটলের দিকে যাব, এবং আমরা আমাদের সাহসী সিনেটর এবং কংগ্রেস সদস্য ও নারী উৎসাহ দেব। ওই ভিডিওতে ৫০ মিনিটের দিকে ট্রাম্পকে আরও বলতে শোনা যায়, "আমরা লড়ি। আমরা জান দিয়ে লড়ি।"
বিবিসি প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি অংশকে কাছাকাছি এনে দেখানো হয়, যার ফলে মনে হয় ট্রাম্প বলছেন, “আমরা ক্যাপিটলের দিকে যাব এবং আমি তোমাদের সঙ্গে সেখানে থাকব। আর আমরা লড়ি। আমরা জান দিয়ে লড়ি।”
মূলত এতেই ভুল বার্তা তৈরি হয়েছে অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ট্রাম্প।
বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন বা এক হাজার কোটি ডলারের দুটি মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মানহানি এবং বাণিজ্য আইন লঙ্ঘনের অভিযোগে ক্ষতিপূরণের অভিযোগ এনে তিনি এই মামলা দুটি দায়ের করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ফ্লোরিডার এক আদালতে করা দুটি অভিযোগের প্রতিটির জন্য ৫ বিলিয়ন করে মোট ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। ট্রাম্পের আইনি দল অভিযোগ করেছে যে বিবিসি তাদের প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের ২০২১ সালের ৬ই জানুয়ারির ভাষণের অংশ "ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষপূর্ণভাবে এবং প্রতারণামূলকভাবে বিকৃত" করেছে।
তাদের অভিযোগ, বিবিসি তাদের তথ্যচিত্রে ভাষণের দুটি ভিন্ন অংশকে এমনভাবে যুক্ত করে দেখায় যেন ট্রাম্প ক্যাপিটল হিলে হামলার আগে তার সমর্থকদের সহিংস পদক্ষেপের জন্য সরাসরি আহ্বান জানাচ্ছেন।
বিষয়টি নিয়ে বিবিসি স্বীকার করেছে যে সম্পাদনার কারণে ট্রাম্প সহিংসতার জন্য সরাসরি আহ্বান জানিয়েছেন এমন "ভুল ধারণা" তৈরি হতে পারে এবং সেজন্য তারা ট্রাম্পের কাছে ক্ষমাও চেয়েছে। একইসঙ্গে ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করে বিবিসি বলেছে যে, ট্রাম্পের মানহানির দাবির কোনো ভিত্তি নেই।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৬ই জানুয়ারি ২০২১, ইউএস ক্যাপিটল দাঙ্গার আগে দেওয়া ট্রাম্পের আসল ভাষণটির প্রথম অংশ ছিল- "আমরা ক্যাপিটলের দিকে যাব, এবং আমরা আমাদের সাহসী সিনেটর এবং কংগ্রেস সদস্য ও নারী উৎসাহ দেব। ওই ভিডিওতে ৫০ মিনিটের দিকে ট্রাম্পকে আরও বলতে শোনা যায়, "আমরা লড়ি। আমরা জান দিয়ে লড়ি।"
বিবিসি প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি অংশকে কাছাকাছি এনে দেখানো হয়, যার ফলে মনে হয় ট্রাম্প বলছেন, “আমরা ক্যাপিটলের দিকে যাব এবং আমি তোমাদের সঙ্গে সেখানে থাকব। আর আমরা লড়ি। আমরা জান দিয়ে লড়ি।”
মূলত এতেই ভুল বার্তা তৈরি হয়েছে অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ট্রাম্প।