বাংলাদেশে সহিংসতা বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে তার মুখপাত্র স্টিফেজ ডুজারিক।
ডুজারিক বলেন, “তরুণ নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী ঘটনার দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।” হাদির পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।
ডুজারিক বলেন, “শান্ত থাকার আহ্বান জানিয়েছে মহাসচিব। সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে, উত্তেজনা কমাতে এবং সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন, যেন ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের সময় শান্তিপূর্ণ নির্বাচনি বজায় থাকে।”
গত ১২ই ডিসেম্বর শুক্রবার বিজয় নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে দুইজন দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তাকে। শেষ পর্যন্ত ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার মারা যান তিনি।
নির্বাচনি পরিবেশ বজায় রাখতে বাংলাদেশে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘের
বাংলাদেশে সহিংসতা বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে তার মুখপাত্র স্টিফেজ ডুজারিক।
ডুজারিক বলেন, “তরুণ নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী ঘটনার দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।” হাদির পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।
ডুজারিক বলেন, “শান্ত থাকার আহ্বান জানিয়েছে মহাসচিব। সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে, উত্তেজনা কমাতে এবং সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন, যেন ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের সময় শান্তিপূর্ণ নির্বাচনি বজায় থাকে।”
গত ১২ই ডিসেম্বর শুক্রবার বিজয় নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে দুইজন দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তাকে। শেষ পর্যন্ত ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার মারা যান তিনি।