হাদির জানাজা উপলক্ষ্যে ঢাকার কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ এএমআপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ এএম
শনিবার জোহর নামাজের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজার জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকার বিভিন্ন অংশে যাতায়াতের জন্য বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
শনিবার জোহর নামাজের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা হবে। এ সময় মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
বিকল্প সড়কের পরামর্শ
মিরপুর রোড থেকে ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট/সোনারগাঁওমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট যেতে হবে।
ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিংয়ের পর ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং, পরে বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিং এর দিকে যাবে।
ধানমন্ডি থেকে ফার্মগেটগামী ও ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিংয়ের ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় দিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।
আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেটে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ের পর ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ের ডানে দিক দিয়ে ফার্মগেট যাবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে বাম দিক দিয়ে আসাদগেট হয়ে সোজা ধানমন্ডির দিকে যাবে।
মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ যাওয়ার জন্য মানিক মিয়া এভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণে যেতে শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে যাওয়া যাবে।
জানাজা নামাজ চলাকালীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামতে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
ওসমান হাদির জানাজা ও দাফন শেষ না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ের আশেপাশের সড়কে যান চলাচল নিরুৎসাহিত করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শুক্রবার সন্ধ্যায় ওসমানর হাদির মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
হাদির জানাজা উপলক্ষ্যে ঢাকার কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজার জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকার বিভিন্ন অংশে যাতায়াতের জন্য বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
শনিবার জোহর নামাজের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা হবে। এ সময় মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
বিকল্প সড়কের পরামর্শ
মিরপুর রোড থেকে ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট/সোনারগাঁওমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট যেতে হবে।
ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিংয়ের পর ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং, পরে বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিং এর দিকে যাবে।
ধানমন্ডি থেকে ফার্মগেটগামী ও ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিংয়ের ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় দিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।
আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেটে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ের পর ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ের ডানে দিক দিয়ে ফার্মগেট যাবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে বাম দিক দিয়ে আসাদগেট হয়ে সোজা ধানমন্ডির দিকে যাবে।
মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ যাওয়ার জন্য মানিক মিয়া এভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণে যেতে শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে যাওয়া যাবে।
জানাজা নামাজ চলাকালীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামতে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
ওসমান হাদির জানাজা ও দাফন শেষ না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ের আশেপাশের সড়কে যান চলাচল নিরুৎসাহিত করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শুক্রবার সন্ধ্যায় ওসমানর হাদির মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।