এআই ভিডিওতে এবার আয়রনম্যান, স্পাইডারম্যান, হাল্ক, মিকি মাউস, সিনডেরেলাসহ ডিজনি সুপারহিরোদের চেহারা বসানোর সুযোগ

চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই-এর ১০০ কোটি ডলারের চুক্তি ডিজনির। আর কে না জানেন, মুভি ইন্ডাস্ট্রির যত সুপারহিট ফিকশনাল ক্যারেক্টার, তার বেশিরভাগেরই নির্মাতা ডিজনির দুই প্লাটফর্ম মার্ভেল আর পিক্সার, যেগুলো এখন মুফতেই ব্যবহার করতে পারবেন ওপেনএআই-এর মুভি প্লাটফর্ম সোরা’র ব্যবহারকারীরা।

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পিএম

চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই-এর সাথে এমন একটি চুক্তি হয়েছে ডিজনির যার ফলে এবার ব্যবহারকারীরা তাদের পছন্দের মুভিগুলোর চরিত্র দিয়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভিডিও বানাতে পারবেন।

এই চুক্তি অনুযায়ী ডিজনি ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে ওপেনএআই-তে।

এর ফলে আয়রনম্যান, স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা বা হাল্কের মত যত সুপারহিট চরিত্র আছে ডিজনির মুভি প্লাটফর্ম পিক্সার ও মার্ভেল-এর, সেগুলো মুফতে ব্যবহার করতে পারবেন ওপেনএআইয়ের ভিডিও মেকিং প্লাটফর্মের ব্যবহারকারীরা।

গত বৃহস্পতিবার এই চুক্তিটি প্রকাশ্যে আনা হয়।

এই প্রথম ডিজনির মতো বড় কোন স্টুডিও তাদের কন্টেন্ট ব্যবহারের জন্য কোনো এআই প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স দিচ্ছে।

ডিজনি ও ওপেনএআই-এর তিন বছরের এই চুক্তির মাধ্যমে মার্ভেল, স্টার ওয়ারস, পিক্সারসহ ডিজনির ২০০টিরও বেশি চরিত্র ব্যবহার করার লাইসেন্স পেলো ওপেনএআই এর ভিডিও বানানোর প্ল্যাটফর্ম ‘সোরা’। ব্যবহারকারীদের বানানো এই ভিডিওগুলো থেকে বাছাইকৃত কিছু ভিডিও ডিজনি+ প্ল্যাটফর্মেও দেখানোও হতে পারে।

এই ১০০ কোটি ডলার বিনিয়োগের পাশাপাশি, ওপেনএআই-এর ৫০০ বিলিয়ন ডলারের শেয়ার কেনার অধিকারও পাচ্ছে ডিজনি।

একইসাথে ডিজনির কর্মীরা তাদের কাজে এআই হিসেবে চ্যাটজিপিটি ব্যবহার করবে এবং নতুন পণ্য ও পরিষেবা তৈরি করতে ওপেনএআই-এর টুলস ব্যবহার করতে পারবে।

ডিজনির সিইও বব আইগার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওপেনএআই-এর সাথে চুক্তিবদ্ধ হয়ে আমরা দায়িত্বশীলভাবে জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করবো এবং গল্প বলার ক্ষেত্রকে আরও বিস্তৃত করবো। একইসাথে শিল্পী ও তাদের কাজের প্রতি সম্মান বজায় রাখবো ও সুরক্ষা দেব। 

তিনি আরও বলেন, ডিজনির প্রতি নতুন প্রজন্মের দর্শকদের আকৃষ্ট করতে, এআই দিয়ে বানানো ৩০ সেকেন্ডের এই ভিডিওগুলো বেশ কাজে আসবে।  

তবে চুক্তিতে বলা আছে, সব ধরণের ভিডিওতে, যেমন মাদক ও অ্যালকোহল, যৌনতা সম্পর্কিত কোনো কন্টেন্টে ডিজনির চরিত্র ব্যবহার করা যাবে না। 

এমনকি যেসব চরিত্র ব্যবহারের অনুমতি পাওয়া গেছে, যেমন মিকি মাউস, সিনডেরেলা, স্টার ওয়ার্সের ডার্থ ভেইডার, এসব চরিত্রে অভিনেতা বা অভিনেত্রীর আসল চেহারা বা আসল কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না। 

তারপরও যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়েছে, তাই এই চরিত্র ব্যবহার করে তৈরি ভিডিওগুলো, ডিজনির বেধে দেওয়া নিয়ম ভঙ্গ করতে পারে, এমন সম্ভাবনাও আছে। 

ডিজনির সিইও বব আইগার ও  ও ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের মধ্যে এ নিয়ে প্রায় দুই বছর ধরে আলোচনা চলছিলো বলে জানা যায় ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন থেকে। 

২০২৫ সালের সেপ্টেম্বরে সোরার দ্বিতীয় প্রজন্ম, সোরা ২, চালু হওয়ার আগে ওপেনএআই তাদের এই ভিডিও বানানোর টুলটি দেখার সুযোগ করে দিয়েছিলো ডিজনি স্টুডিওকে, যা এই চুক্তির আলোচনাকে আরও অগ্রসর করে।  

শিল্পী কলাকুশলীদের উদ্বেগ

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, হলিউডের শীর্ষস্থানীয় ট্যালেন্ট এজেন্সি ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সি, বেশ কয়েক মাস ধরে এই চুক্তি নিয়ে সমালোচনা করে আসছে। তাদের মতে, এই ডিজনির চরিত্র ব্যবহারের মাধ্যমে এআই প্ল্যাটফর্ম, সোরা, শিল্পীদের ঝুঁকির মুখে ফেলছে। শিল্পীরা তাদের কাজের জন্য ক্ষতিপূরণ পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে এই ট্যালেন্ট এজেন্সি। 

এছাড়াও এই চুক্তি নিয়ে আরও বেশ কিছু সমালোচনা তৈরি হয়।  

এসএজি-এএফটিআরএ-এর নির্বাহী পরিচালক ডানকান ক্র্যাবট্রি-আয়ারল্যান্ড বিবিসিকে বলেছেন, বিনোদন জগতের প্রত্যেকে এই চুক্তির প্রভাব নিয়ে চিন্তিত।

যদিও ১ লক্ষ ৭০ হাজার মিডিয়াকর্মীর প্রতিনিধিত্বকারী ইউনিয়নকে চুক্তিতে স্বাক্ষরকারী দুই প্রতিষ্ঠান আশ্বাস দিয়েছে, অভিনয়শিল্পীদের ছবি বা কণ্ঠস্বর তারা ব্যবহার করবে না।

ইকুইটি-এর টিভি ও ফিল্ম বিভাগের প্রধান ক্যাথি সুইট বলেছেন, ডিজনি এবং ওপেনএআই-এর মধ্যকার এই চুক্তিটির মধ্যেই রয়েছে এআই সুরক্ষা নিয়ে আমাদের সদস্যদের লড়াইয়ের কারণ।

ব্যবহারকারীদের বানানো এই ভিডিওগুলোতে তাদের সদস্যদের কতটুকু কাজ ব্যবহার করা হবে, তা নিয়ে আলোচনা করতে ডিজনির সাথে সাক্ষাতে বসবে বলে রয়টার্সকে জানিয়েছে রাইটার্স গিল্ড অফ আমেরিকা। 

শিল্পীদের ক্ষতিপূরণের বিষয় নিয়ে প্রশ্ন তুলবে ইউনিয়ন, এমনটি জানান অ্যানিমেশন গিল্ডের প্রেসিডেন্ট ড্যানি লিন। তিনি বলেন, যদিও ডিজনির এই চরিত্রগুলোর উপর অ্যানিমেটরদের কোনো স্বত্বাধিকার নেই, তবুও এই চরিত্রগুলোর সাফল্যের পেছনে আমরাই আছি।

তবে এই চুক্তি থামাতে ইউনিয়নগুলোর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেন ই-মার্কেটার বিশ্লেষক রস বেনেস। তিনি বলেন, তারা এআই দ্বারা তৈরি মিডিয়ার গতি থামাতে পারবে না। 

গত ১১ই ডিসেম্বর সিএনবিসি-এর এক অনুষ্ঠানে ডিজনি সিইও, আইগার বলেন, এই চুক্তিতে ওপেনএআই আমাদের সৃষ্টিশীলতার মূল্য দিচ্ছে।

গুগলের বিরুদ্ধে ডিজনির কপিরাইট লঙ্ঘনের অভিযোগ

ওপেনএআই-এর সাথে যখন চুক্তি হচ্ছে তখন গুগলের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলেছে ডিজনি। ডিজনি’র দাবি, গুগল তাদের এআই মডেল ব্যবহার করে বানিজ্যিক উদ্দেশ্যে ডিজনির চরিত্রগুলো ব্যবহার করছে।

এই অভিযোগের ভিত্তিতে, ওপেনএআই-এর সাথে চুক্তি ঘোষণার আগের দিন, অর্থাৎ ১০ই ডিসেম্বর, ডিজনি, গুগলের জেনারেল কাউন্সেলে চিঠি পাঠায়। 

সেই চিঠিতে বলা হয়েছে যে, গুগল অনুমতি ছাড়াই তাদের জেনারেটিভ এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দিতে ও উন্নত করতে ডিজনির কপিরাইটযুক্ত কাজ ব্যবহার করছে, যা ডিজনির অধিকার লঙ্ঘন করে। 

গুগলের বিরুদ্ধে অনুমতি ছাড়া ডিজনির যেসব চরিত্র ব্যবহারের অভিযোগ আনা হয়, তার মধ্যে আছে ফ্রোজেন, দ্য লায়ন কিং, মোয়ানা, দ্য লিটল মারমেইড, ডেডপুল, টয় স্টোরিসহ আরও অনেক চরিত্র। 

গুগলকে এমন অবৈধ কাজ বন্ধ করার দাবি জানিয়েছে ডিজনি। 

সিএনবিসির ঐ অনুষ্ঠানে আইগার বলেন, আমরা অনুভব করেছি যে তাদের চিঠি পাঠানো ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। 

ডিজনি এর আগে মেটা এবং ক্যারেক্টার.এআই-কেও এই একই কারণে চিঠি পাঠিয়েছিল, এবং কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে এআই কোম্পানি মিডজার্নি ও মিনিম্যাক্স-এর বিরুদ্ধে এনবিসি ইউনিভার্সাল এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারি-এর সাথে যৌথভাবে মামলা দায়ের করেছিল।