বাংলাদেশ-ভারতের উত্তেজনা কমানোর তাগিদ দিলেন রাশিয়ার রাষ্ট্রদূত

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। তিনি দুই পক্ষকেরই কার্যকর উপায় বের করার অনুরোধ জানিয়েছেন।

সোমবার ঢাকার গুলশানে রাশিয়ান দূতাবাসে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা হ্রাস করাটা জরুরি।’’

রাষ্ট্রদূত খোজিন বলেছেন, “বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে হস্তক্ষেপ করতে চায় না রাশিয়া। তবে মস্কো মনে করে, দুই দেশের সম্পর্ক বর্তমানে যে অবস্থায় আছে, সেখান থেকে উত্তেজনা যেন আর বাড়তে না পারে সেজন্য একটি উপায় খুঁজে বের করা বুদ্ধিমানের কাজ হবে। এটি যত তাড়াতাড়ি হবে ততই ভালো।”

নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “রাশিয়া আশা করছে, নির্বাচন ঠিক সময়ে অনুষ্ঠিত হবে।” নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহের কথাও জানান তিনি।

রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন কথা বলেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়েও। তিনি জানান বিদ্যুৎ কেন্দ্রটির এক নম্বর ইউনিটের কমিশনিংয়ের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে।

২০২৬ সালের প্রথমভাগে পাওয়ার গ্রিড সিস্টেমে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

ইউক্রেনের সাথে সঘাত ইস্যুতেও তিনি বলেন, “ইউক্রেন সংকট পশ্চিমা বিশ্বতৈরি করেছে, যাতে ইউক্রেন রাশিয়াবিরোধী হয়ে ওঠে এবং আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।”