ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতার কারণ ও ফলাফল

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

সন্ত্রাসী হামলার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থা মারা যাওয়ার পর থেকেই ঢাকাসহ সারা বাংলাদেশে টানা বিক্ষোভ ও সহিংসতা চলছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা বাংলাদেশের শীর্ষ দুটি দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এই ঘটনার পর শুক্রবার পত্রিকা দুটির প্রকাশনা বন্ধ থাকে। এছাড়া বৃহস্পতিবার রাতে ছায়ানট ভবনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা।

শুক্রবার সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে তারা অগ্নিসংযোগ করে। এসব ঘটনার কারণ ও ফলাফল কী? দেখুন আলাপের নতুন পডকাস্ট সিরিজ 'কথা চলুক'। আহরার হোসেনের সাথে এ পর্বের অতিথি আরশাদ মাহমুদ।