জুলাই অভ্যুত্থানের নেতাদের টার্গেট করা হচ্ছে: আসিফ মাহমুদ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

আসন্ন নির্বাচনে সকল প্রার্থীর জন্যই ঝুঁকির আশঙ্কা করে মন্তব্য করেছেন ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সোমবার দুপুরে থেকে নির্বাচন মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তিনি বলেন, ''আমি না, সকল প্রার্থীর জন্যই ঝুঁকির জায়গা থেকে যায়, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি, জানতে পেরেছি।" 

“আমাকেও সরকারের বিভিন্ন স্তর থেকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মাঝেমধ্যে জানানো হয় যে আপনার নিরাপত্তা ঝুঁকি আছে। এখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না। ফলে আমরা যদি ফ্রিলি মুভ করতে না পারি তাহলে নির্বাচন প্রচারণার ক্ষেত্রে অনেকেই পিছিয়ে যাওয়া সম্ভাবনা আছে।"

শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনার কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার আসামিদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। আসামিদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, তারা কোথায় আছে সেটাও সরকার নিশ্চিত করতে পারছে না এটা অত্যন্ত দুঃখজনক।"

আগামী নির্বাচনে নিজের ভূমিকা নিয়ে তিনি বলেন, ''আমি মনে করি বিগত দেড় বছরের যে কাজের অভিজ্ঞতা সরকারের কাজ করতে গিয়ে আমার হয়েছে, সেটা আমার নির্বাচনী আসনে জনগণের জন্য কাজ করার জন্য আমি কাজে লাগাতে পারবো এবং এই অভিজ্ঞতাটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল।"

জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন। নির্বাচনে অংশ নেয়ার জন্য সম্প্রতি তিনি উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান।