সুদানে নিহত ৬জন শান্তিরক্ষীর মরদেহ বাংলাদেশে পৌঁছেছে

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত ৬জন বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছেছে।
শনিবার সকাল ১১টায় মরদেহ বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর।

রবিবার তাদের জানাজা হবে। এ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।

গত ১৩ই ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ৬জন শান্তিরক্ষী মারা যান। আহত হন ৯জন।

আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে একজন এরই মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে গেছেন। বাকিরা কেনিয়ার রাজধানী নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তারা শঙ্কামুক্ত।