সফরের কলকাতা অংশে মিট অ্যান্ড গ্রিট পর্ব, নিজের ৭০ ফুট উচ্চতার মূর্তি উন্মোচন, যুবভারতী স্টেডিয়ামে সংবর্ধনা, সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ শেষে হায়দারাবাদ যাবেন মেসি।
আর্জেন্টাইন সুপারস্টারের 'মিট অ্যান্ড গ্রিট' ইভেন্টের টিকিটের দাম রাখা হয়েছে ১০ লাখ রুপি, টাকার অঙ্কে যা সাড়ে ১৩ লাখ টাকা, যেখানে ভক্তরা তাকে কাছ থেকে দেখার, হাত মেলানোর এবং তার সাথে একটি বিশেষ গ্রুপ ছবি তোলার সুযোগ পাবেন।
হায়দারাবাদে একটি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করে মেসি ক্রিকেট খেলবেন শচীন টেন্ডুলকারের সাথে। বলিউড তারকাদের সাথে অংশ নেবেন চ্যারিটি ফ্যাশন শো’তে। ১৫ই ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের কথা আছে লিওনেল মেসি।
মেসির সাথে ছবি তুলতে লাগবে সাড়ে ১৩ লাখ টাকা