ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার ফেইসবুকের পোস্টে প্রথমে এ তথ্য জানানো হয়ে।
পোস্টে জানানো হয়েছে, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার এই ঘটনার জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামের এক যুবককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে তার কর্মস্থল থেকে বের করে নিয়ে যায় একদল উন্মত্ত জনতা।
পরে তাকে পিটিয়ে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়। উত্তেজিত জনতাকে শান্ত করে মরদেহ উদ্ধার করতে পুলিশ-সেনাবাহিনীর সময় লেগেছিলো প্রায় দেড় ঘণ্টা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাপকে জানিয়েছিলেন, এ ঘটনা কারা ঘটিয়েছে তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলছিলেন, “যে যেভাবে পারে আসছিল। তাদের ভেতরে বুনো উল্লাস ছিল”।
এ ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. লিমন সরকার, মো. তারেক হোসেন, মো. মানিক মিয়া, এরশাদ আলী, নিজুম উদ্দিন, আলমগীর হোসেন, মো. মিরাজ হোসেন আকন।