শুরু হলো 'ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ'

ক্রীড়াপ্রেমীদের অপেক্ষার পালা শেষ করে আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

১৪ই ডিসেম্বর রবিবার দেশের ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত এই লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব এবং বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, বিসিবি পরিচালক ও ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম)-এর চেয়ারম্যান আদনান রহমান দীপন, বিসিবি’র পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম, কল্যাণ কমিটির চেয়ারম্যান মো. মোকছেদুল কামাল সহ বিসিবি গেম ডেভেলপমেন্টের প্রধান ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক কাজী হাবিবুল বাশার ও জাতীয় দলের ব্যাটিং কোচ ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এবারের লিগে ২০টি দল দুটি গ্রুপে বিভক্ত হয় খেলবে। লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি, পিকেএসপি এবং সিলিকন সিটি গ্রাউন্ডে।