বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন, এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের যে মুক্তিযুদ্ধকালীন গৌরবগাঁথা। ১৬ই ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নিমাণের একটা সুযোগ করে দিতে পেরেছি।’’
তিনি বলেন, ‘‘আমাদের যে অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের যে অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে। এখানে আসলে ভালো লাগে। এবং শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ভালোবাসা অবশ্যই থাকবে।”