বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি একদিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ জন্য দেশজুড়ে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের মাত্রা বাড়তে পারে।
মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিও যেকোনও সময় সংঘাতপূর্ণ হয়ে সহিংসতায় রূপ নিতে পারে।
তাই বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় গণমাধ্যম খেয়াল রাখা, আশেপাশের পরিস্থিতির প্রতি নজর রাখা এবং ভিড় এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।