অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের এক ধর্মীয় উৎসবে বন্দুকধারীর হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুইজন পুলিশ সদস্যসহ কমপক্ষে আরও ১২ জন আহত হয়েছেন। রবিবার অস্ট্রেলিয়ার সময় সন্ধ্যা সাতটার দিকে দুই বন্দুকধারী এই হামলা চালায়।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, গুলিবর্ষণের কিছুক্ষণ পরেই আশেপাশে থাকা মানুষদের সৈকত থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে সতর্কতা জারি করে নিউ সাউথ ওয়েলস পুলিশ। তারা জানিয়েছে, হামলাকারীদের একজন তাদের গুলিতে নিহত হয়েছেন, আরেকজন গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সমুদ্র সৈকতে হানুকার অনুষ্ঠানে প্রায় ৫০ রাউন্ড গুলি চালানো হয়েছিলো। প্রায় ১০ মিনিট ধরে এই গুলি চলে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, “আমি মাটিতে অন্তত ১০ জনকে পড়ে থাকতে দেখি, এবং চারদিকে রক্ত ছড়িয়ে ছিল।”
সামাজিক যোগাযোগ মাধ্যম, ‘এক্স’-এ ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যায়, গুলির শব্দ ও পুলিশের সাইরেন শোনার পর মানুষজন ছোটাছুটি করছে। একজন সাধারণ মানুষকে বন্দুকধারীদের একজনের উপর ঝাঁপিয়ে পড়ে তার কাছ থেকে অস্ত্র কেড়ে নিতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় তাকে ‘হিরো বাইস্ট্যান্ডার’ বলে আখ্যা দিচ্ছেন অনেকে।
ড্রোন ফুটেজে পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে বন্দুকধারীদের মধ্যে একজনকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেছে। অন্যজনকে দূরে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, বন্ডির দৃশ্যগুলো "বিস্ময়কর ও মর্মান্তিক"।
তবে এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।