এনসিপির খুলনা বিভাগীয় প্রধানকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

সোমবার দুপুরে সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। 

আশঙ্কাজনক অবস্থায় মোতালেবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে আলাপ-কে জানান খুলনা মেট্রোপলিটান পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ খান। 

তিনি বলেন, “এখানে ইন্টারনাল কোন ঘটনা থাকতে পারে। বিকেলের মধ্যে আমরা বিস্তারিত জানাতে পারব বলে আশা করছি।”