শরীফ ওসমান বিন হাদির হত্যার ঘটনায় স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছে জুলাই ২৪ মঞ্চ নামের একটি সংগঠন।
সোমবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন মঞ্চের আহ্বায়ক মারুফ হোসেন সরকার। এ ছাড়া আরও ছয় দফা দাবি তোলা হয়েছে।
মরুফ সরকার বলেন, এক সপ্তাহ হয়ে গেলেও আমাদের প্রশাসন ও গোয়েন্দাসংস্থার কেউই তাকে (হত্যাকারিকে) গ্রেফতার করতে পারেনি। যদি খুনি ভারত চলেও যায়, তাকে কেন আনা হচ্ছে না এখনো?
“এই দায়ভার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ তাদেরকে খুবই তাড়াতাড়ি পদত্যাগ করতে হবে,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মঞ্চ ২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত শরীফ ওসমান হাদিকে শহিদ ঘোষণা করে গ্যাজেট প্রকাশসহ দাবিসহ ছয় দফা দাবি জানান।
এসব দাবির মধ্যে রয়েছে:
- অপরাধ ও আইন বিশেষজ্ঞ, সাবেক গোয়েন্দা কর্মকর্তা, সাবেক বিচারপতি, ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি, একজন মানবাধিকার কর্মী, সাবেক সামরিক অফিসার ও বিদেশী দুজন বিশেষজ্ঞ সমন্বয়ে গণতদন্ত কমিশন গঠন করতে হবে।
- কথিত অনুসন্ধানী সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।
- যে যে পত্রিকা ও টেলিভিশন চ্যানেল এ হত্যাকান্ড নিয়ে তদন্ত প্রতিবেদন ছাপিয়েছে, সে সব গণমাধ্যমের প্রতিবেদক ও বার্তা সম্পাদকদের জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।
- ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআই-এর প্রধানসহ দেশের সকল গোয়েন্দা সংস্থার প্রধানদের জবাবদিহীর আওতায় আনতে হবে।
- ওসমান বিন হাদিকে 'শহিদ' ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করতে হবে।
- প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যপুস্তকে শহিদ ওসমান বিন হাদির ভারতীয় আধিপত্যবাদের লড়াইকে অন্তর্ভুক্ত করতে হবে।