প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনার দায় ইসলামী ছাত্রশিবিরের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র সংগঠনটি।
এক বিবৃতিতে তারা এর প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি, গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।"
এ ধরনের কর্মকাণ্ড ছাত্রশিবির সমর্থন করে না উল্লেখ করে বিবৃতিতে দাবি করা হয়েছে, পরিকল্পিতভাবে ‘ডেইলি স্টার' ও 'প্রথম আলো'র কার্যালয়ে ভাঙচুর ও আগুনের দায় ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দিয়ে সত্যিকারের অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে।
ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও রাকসু ভিপি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারির ব্যক্তিগত বক্তব্যকে ব্যক্তিগত বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।