সহিংসতা ছড়াতে পারে সোশ্যাল মিডিয়ায় এমন যে কোনও কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি তাদের ফেইসবুক পেইজের পোস্টে তথ্য জানিয়েছে।
সন্ত্রাস-সহিংসতার আহ্বান জানিয়ে যেকোনও সোশ্যাল মিডিয়া কনটেন্ট সরাসরি রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে সাইবার নিরাপত্তা এজেন্সি।
হোয়াটসঅ্যাপ ও ইমেইলে সরাসরি অভিযোগ গ্রহণ করবে সংস্থাটি। প্রাপ্ত তথ্য প্রাথমিক যাচাই-বাছাই করে, প্রয়োজনীয় ক্ষেত্রে বিটিআরসি’র মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে জানানো হবে।
তবে পোস্টে বলা হয়েছে, সরকার সরাসরি কোনও সোশ্যাল মিডিয়া পোস্ট সরাতে পারে না। সহিংসতা ছড়ায় এমন কোনও কন্টেন্ট সরানোর জন্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে যৌক্তিক ও প্রমাণভিত্তিক রিপোর্ট করতে পারে।
সহিংসতা উসকে দেয় বা সহিংসতার আহ্বান জানায়, এমন হেইট স্পিচ জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
সোশ্যাল মিডিয়াকে সহিংসতা বা অস্থিরতা তৈরির হাতিয়ার হিসাবে ব্যবহার না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। এমন কিছু জনগণকে রিপোর্ট করার অনুরোধ করেছে সংস্থাটি।
রিপোর্ট পাঠানোর হোয়াটসঅ্যাপ নাম্বার 01308332592। এছাড়া অনলাইন জুয়াসংক্রান্ত অভিযোগের জন্য report_betting@ncsa.gov.bd, গুজব, মিসইনফরমেশন-ডিসইনফরমেশনের জন্য report_misinfo@ncsa.gov.bd, ভুয়া প্রোফাইল, ছবি, অডিও-ভিডিও বা অশ্লীল কন্টেন্টের জন্য report_harassment@ncsa.gov.bd, সাইবার হামলা সম্পর্কি অভিযোগের জন্য report_cii@ncsa.gov.bd, আর অন্যান্য বিষয়ে যোগাযোগের জন্য notify@ncsa.gov.bd ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।