দিন যত যাচ্ছে, বিশ্বকাপের উম্মাদনা ততই বাড়ছে। আসন্ন বিশ্বকাপে নতুন নিয়ম নিয়ে আসছে ফিফা।
কোচ, ব্রডকাস্টার ও ফুটবল বিশেষজ্ঞদের মতামত নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে দেখা যাবে ‘হাইড্রেশন ব্রেক’।
ফিফা বলছে, আয়োজক দেশগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি গরম পড়বে। এই বিবেচনায় কোচ ও ব্রডকাস্টারদের সাথে আলোচনার পর ফিফা সিদ্ধান্ত নিয়েছে, এবারের ফুটবল বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের।
অর্থাৎ পুরো ম্যাচে মোট ৬ মিনিটের 'হাইড্রেশন ব্রেক' দেয়া হবে। আবহাওয়া যেমনই থাক, প্রতিটি ম্যাচের প্রত্যেক অর্ধে ২২ মিনিটের মাথায় এই ব্রেক দেবেন রেফারি।
এর আগে ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপসহ আরও কিছু টুর্নামেন্টে গরমের ব্যাপকতার কারণে দেয়া হয়েছিল এ ধরণের ব্রেক।