দিল্লিতে বাংলাদেশ মিশনের ঘটনা নিয়ে কোন অপপ্রচার হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের পর হাই কমিশনারের পরিবার ঝুঁকি অনুভব করছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন সংবাদমাধ্যমে এই ঘটনা ঠিকভাবেই প্রচার হয়েছে।

রবিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিক্ষোভের ঘটনা নিয়ে গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর প্রোপাগান্ডা’ চালানোর অভিযোগ জানানোর কয়েক ঘন্টা পরই সাংবাদিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একথা বলেন উপদেষ্টা।

“শুধু হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদে স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরও অনেক কিছু বলেছে সেটা আমরা জানি”, তিনি বলেন।

নয়া দিল্লির দাবি, শনিবার রাতের বিক্ষোভের সময় “নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন কিংবা নিরাপত্তা পরিস্থিতি তৈরির মত কোনো প্রচেষ্টা ছিল না।”

বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে বিক্ষোভকারীরা হুমকি দিয়েছে এমনটা তিনি শুনেছেন বলে গণমাধ্যমকর্মীদের জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিক্ষোভকারীরা শুধুমাত্র স্লোগান দেয় আর সেখানকার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কিছুক্ষণের মধ্যেই তাদের সরিয়ে দেয়।  

এই ঘটনার পর হাই কমিশনারের পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, “দুইজন গার্ড ছিল যারা চুপ করে দাঁড়িয়ে ছিল।”

হাইকমিশনের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং এটা আরও রিফর্ম করা দরকার, বলে মন্তব্য করেন তিনি।

নিরাপত্তার কারণে দিল্লিতে বাংলাদেশ মিশন সীমিত করা হবে কী না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব। আমরা এখনও ভরসা রাখছি যে ভারত যথাযথ ব্যবস্থা নেবে।”

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার তাদের বিবৃতিতে জানিয়েছে বিক্ষোভকারীরা দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং বাংলাদেশে সকল সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানায়।

এর জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন, এর সাথে মাইনোরিটিজের নিরাপত্তাকে এক করে ফেলার কোন মানে হয় না।”