বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ ‘বিভ্রান্তিকর প্রোপাগান্ডা’ চালানো হচ্ছে: ভারত

ভারতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর প্রোপাগান্ডা’ চালানো হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ২০-২৫ জন হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং বাংলাদেশে সকল সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানায়। 

“বিক্ষোভের সময় কোনো অবস্থাতেই হাইকমিশনের সীমানা প্রাচীর ভাঙার চেষ্টা বা নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন ঘটনা ঘটেনি। সেখানে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়,” বিবৃতিতে বলা হয়েছে।

ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতে অবস্থিত সকল বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে নয়া দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয় ভারত সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে তার উদ্বেগের কথা বাংলাদেশকে জানিয়েছে এবং দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।