উস্কানিতে পা দেবেন না: জামায়াতের আমীর

কোনও উস্কানিতে পা না দিয়ে ধৈর্য, বিচক্ষণতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান। 

জামায়াতে ইসলামির আমীর শুক্রবার এক বিবৃতিতে, ওসমান হাদির মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করেন। 

সন্ত্রাসী হামলার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থা মারা যাওয়ার পর থেকেই ঢাকাসহ সারা বাংলাদেশে টানা বিক্ষোভ ও সহিংসতা চলছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা বাংলাদেশের শীর্ষ দুটি দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনার পর শুক্রবার পত্রিকা দুটির প্রকাশনা বন্ধ থাকে।

এছাড়া বৃহস্পতিবার রাতে ছায়ানট ভবনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। শুক্রবার সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে তারা অগ্নিসংযোগ করে।

বিবৃতিতে জামায়াতের আমীর বিক্ষোভকারীদের ক্ষোভ ও আবেগকে ন্যায্য ও বোধগম্য হিসেবে উল্লেখ করে বলেন, “এই ক্ষোভকে পুঁজি করে কোনও পক্ষ যদি নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে, তা কখনোই মেনে নেওয়া যায় না”। 

“পরিকল্পিতভাবে এই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার অপচেষ্টা হতে পারে” বলে আশঙ্কা করেন তিনি।

ডা. শফিকুর রহমান প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনারও নিন্দা জানান।

তিনি বলেন, “গণমাধ্যমের ওপর হামলা মানে গণতান্ত্রিক চর্চা, মত প্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের ওপর আঘাত। যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া বাঞ্ছনীয়। নইলে মূল লক্ষ্য অর্জন ব্যর্থ হতে পারে।”

বিবৃতিতে জামায়াতের আমীর ওসমান হাদির হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন এবং সবাইকে ধৈর্য্য, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।