বাংলাদেশে ফেরার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুততম সময়ের মধ্যে ট্রাভেল পাস পাবেন। বিভিন্ন কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশের একজন দায়িত্বশীল কূটনৈতিক কর্মকর্তা আলাপকে জানিয়েছেন, বৃহস্পতিবারই লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন করা হয়েছে।
গত ১৮ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক রহমান। আসন্ন নির্বাচন এবং বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে আগামী ২৫এ ডিসেম্বর দুপুর নাগাদ ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের।
তার এই স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা জানাতে ঢাকায় সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মীদের জড়ো করার পরিকল্পনা করেছে বিএনপি।
২৫এ ডিসেম্বর ঢাকায় এসে তারেক রহমান প্রথমে এভারকেয়ার হাসপাতালে তার মাকে দেখতে যাবেন। পরে ঢাকায় একটি জনসমাবেশে ভাষণ দেবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
এর প্রস্তুতির অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস এবং গয়েশ্বর রায়সহ অন্যান্যরা শুক্রবার ঢাকা বিমানবন্দর থেকে মহাসমাবেশস্থল পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন।