ঢাকায় এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকায় জাতীয় নাগরিক পার্টির নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোরে ঢাকার জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জান্নাত আরা রুমি নামে ওই নেত্রীর ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে জানিয়েছে হাজারীবাগ থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে হোস্টেল মালিক ট্রিপল নাইনে কল করেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ। দরজা ভেঙে রুমে প্রবেশ করে তারা দেখে, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল রুমি। নামানোর পর দেখা যায় রুমি আর বেঁচে নেই। 

পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন রুমি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে তারা।  

এ ঘটনায় রুমির খালাতো ভাই বাদী হয়ে হাজারিবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মামলার এজহারে বলা হয়েছে, ৯ বছর আগে বিয়ে হয়েছিল জান্নাত আরা রুমির। সেখানে আট বছরের এক মেয়ে আছে তার। স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর আবার বিয়ে করেন জান্নাত। দ্বিতীয় সংসারে তিন বছরের একটি ছেলে আছে তার। চার মাস আগে দ্বিতীয় স্বামীর সাথে বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকে একাই থাকতেন তিনি।

দুইবার বিবাহ বিচ্ছেদ হওয়া এবং সন্তানরা কাছে না থাকায় হতাশা ও বিষন্নতায় ভুগছিলেন বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।